দাম বাড়ছে স্মার্টফোনের
Published on Thursday, June 13, 2019 at 11:41 am

এমসি ডেস্ক: সদ্য ঘোষিত ২০১৯-২০ অর্থ বছরের বাজেটে স্মার্টফোনের আমদানি শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ফলে বাড়ছে স্মার্টফোনের বাজারমূল্য; তবে ফিচার ফোনের দামে বাজেটের কোনো প্রভাব পড়বে না।
বৃহস্পতিবার (১৩ জুন) সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটে স্মার্টফোন আমদানির ক্ষেত্রে শুল্কহার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে সব ধরনের মোবাইল ফোনের আমদানি শুল্ক ১০ শতাংশ।
অর্থমন্ত্রী বলেন, “দেশের বিত্তবান লোকজন স্মার্টফোন ব্যবহার করেন বিধায় এর আমদানি শুল্ক বৃদ্ধি করে ২৫ শতাংশ করার প্রস্তাব করছি।”
অন্যদিকে, ফিচার ফোন ‘নিম্ন আয়ের মানুষ ব্যবহার করে বিধায়’ সেগুলোর আমদানি শুল্ক অপরিবর্তিত রাখার প্রস্তাব দিয়েছেন তিনি।
Leave a Reply