দলদলীয়া বুদ্ধিপ্রতিবন্ধি বিদ্যালয়ে ভাষা দিবস উর্যাপিত
Published on Thursday, February 21, 2019 at 9:41 am

মাদিলাহাট থেকে মাসুদ ফকির: ফুলবাড়ির দলদলিয়া বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ২১শে ফেব্রুয়রীর ভাষা শহীদদের স্মরণে বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী,অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যসহ শুধিজন শহীদ দিবস ও অান্তর্জাতিক মাতৃভাষা দিবসের শ্রোদ্ধাঞ্জলী জানিয়েছেন

এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অাইদুল ইসলাম, সদস্য মাসুদ ফকির,
প্রতিষ্ঠানপ্রধান বিদ্যুৎ কুমার অভিভাবক অাব্দুর রাজ্জাকসহ উপস্থিত সকলেই
বিদ্যালয়ের অস্থায়ি শহীদ বেদীতে পুস্প্যস্থাপক অর্পণ করে শহীদদের
গভীরভাবে শ্রোদ্ধা জ্ঞাপন করেন।
শহীদদের বেদীতে পুস্প্যস্থাপকের পর
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও শুধীজন হশীদদের অাত্নার মাগফেরাত কামনা
করে এক দোয়া খায়ের অনুষ্ঠিত হয়।
Leave a Reply