দলদলিয়া বুদ্বিপ্রতিবন্ধি অটিস্টিক বিদ্যালয় জাতীয় শোক দিবষের শ্রোদ্ধাঞ্জলি
Published on Saturday, August 15, 2020 at 11:31 pm
জালাল উদ্দিন রুমি : মাদিলা এলাকার দলদলিয়া বুদ্ধি প্রতিবন্ধি ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক আইদুল ইসলামরে র্সাবিক সহযোগতিায় রক্তাক্ত ১৫ আগস্ট জাতীয় শোক দিবষে শনিবার সকালে হাজার বছররে শ্রষ্ঠে বাঙালী জাতির পিতা শেখ মুজিবর রহমান এর ৫৪ তম শাহাদৎ র্বাষকিীতে গভীর শ্রোদ্ধাঞ্জলি জানিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ শিক্ষক, অভিভাবক ও গণ্যমাণ্যদের নিয়ে বিদ্যালয় চত্বরে জাতির জনক ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া খায়রেরে মাদ্যমে নিহত সকলের আত্নার শান্তি কামনা করছেন।।
Leave a Reply