ঢাকায় সংক্রমণের শীর্ষে রাজারবাগ, দ্বিতীয় মোহাম্মদপুর
Published on Wednesday, April 22, 2020 at 10:08 am
এমসি ডেস্ক : সারা দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৮২ জন। এর মধ্যে ঢাকা শহরেই শনাক্ত ১ হাজার ২২৯ জন। মৃতের হিসেবেও প্রায় আধাআধি, ১১০ জনের মধ্যে ৫৩ জনই ঢাকা শহরের। এরমধ্যে পুরান ঢাকাতেই ২৫ জন।
ঢাকা শহরে আক্রান্তের ক্ষেত্রে রাজারবাগ, মোহাম্মদপুরের পরেই আছে লালবাগ ও যাত্রাবাড়ী। এই দুই জায়গাতেই আক্রান্ত হয়েছেন ৩৫ জন করে। এছাড়া চকবাজারে ৩১, বংশালে ৩১, ওয়ারিতে ৩০, মিটফোর্ডে ২৮, ধানমন্ডিতে ২৬, উত্তরায় ২৩, তেজগাঁওয়ে ২৩, মিরপুর-১৪-তে ২১, গেন্ডারিয়ায় ২১ জন আক্রান্ত হয়েছেন।
ঢাকার বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত নারায়ণগঞ্জে, ৪৬৯ জন। এরপর গাজীপুরে ২৬৯ জন, কিশোরগঞ্জে ১৪৬ জন।
দিন কয়েক আগে মোহাম্মদপুর ছিল ঢাকার মধ্যে করোনাভাইরাস সংক্রমণের শীর্ষে। এবার রাজারবাগ উঠে এল সেই অবস্থানে। গতকাল রাতে আইইডিসিআরের ওয়েবসাইটে প্রকাশ করা তালিকায় দেখা যায়, রাজারবাগে সংক্রমিত হয়েছেন ৫০ জন। তারপরেই মোহাম্মদপুরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৪৪ জনের শরীরে।
সারা দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৮২ জন। এর মধ্যে ঢাকা শহরেই শনাক্ত ১ হাজার ২২৯ জন। মৃতের হিসেবেও প্রায় আধাআধি, ১১০ জনের মধ্যে ৫৩ জনই ঢাকা শহরের। এরমধ্যে পুরান ঢাকাতেই ২৫ জন।
ঢাকা শহরে আক্রান্তের ক্ষেত্রে রাজারবাগ, মোহাম্মদপুরের পরেই আছে লালবাগ ও যাত্রাবাড়ী। এই দুই জায়গাতেই আক্রান্ত হয়েছেন ৩৫ জন করে। এছাড়া চকবাজারে ৩১, বংশালে ৩১, ওয়ারিতে ৩০, মিটফোর্ডে ২৮, ধানমন্ডিতে ২৬, উত্তরায় ২৩, তেজগাঁওয়ে ২৩, মিরপুর-১৪-তে ২১, গেন্ডারিয়ায় ২১ জন আক্রান্ত হয়েছেন।
ঢাকার বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত নারায়ণগঞ্জে, ৪৬৯ জন। এরপর গাজীপুরে ২৬৯ জন, কিশোরগঞ্জে ১৪৬ জন।
Leave a Reply