ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
Published on Wednesday, January 15, 2020 at 3:47 pm
জালাল উদ্দীন রুমীঃ দিনাজপুরের বিরামপুরে রাস্তার পাশে পড়ে থাকা ট্রাককে বালুবাহী ট্রলি দিয়ে টেনে তোলার সময় ট্রাকের চাপায় শাহিনুর ইসলাম শাহিন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক উপজেলার অচিন্তপুর গ্রামের মৃত আশরাফুল ইসলামের ছেলে। বুধবার দুপুর ১টায় উপজেলার কাটলা ডিগ্রি কলেজের পূর্বপাশে কাটলা-শিবপুর রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) বিষয়টি নিশ্চিত করেন।
নিহতের বোন কামরুন্নাহার বলেন, শাহিনুর ইসলামকে নিয়ে কাটলা বাজারে আসার সময় কাটলা কলেজের পূর্বপাশে রাস্তার পাশে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২২-৩১৬৬) পড়ে ছিল। সেই ট্রাকটিকে একটি বালুবাহী ট্রলি দিয়ে টেনে তোলার সময় রাস্তায় মোটরসাইকেলে থাকা শাহিনুল ইসলামকে চাপা দেয়। ঘটনাস্থলেই শাহিনুরের মৃত্যু হয়।
বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান বলেন, নিহত শাহিনুর ইসলাম অচিন্তপুর থেকে তার বোন ও ভাগ্নেকে নিয়ে কাটলা বাজারে আসার সময় ট্রাকের চাপায় নিহত হন। ট্রাকের চালক ও চালকের সহকারী পলাতক রয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকটি ভাঙচুর করে।
Leave a Reply