“জ্ঞান যেখানে বিকাশিত মেধা সেখানে পরিস্ফুটিত”
Published on Friday, August 16, 2019 at 12:59 pm
তাজুল ইসলাম: জ্ঞান যেখানে বিকাশিত মেধা সেখানে পরিস্ফুটিত এমন একটি অভিপ্রায় থেকে গত চৌদ্দই আগষ্ট দুই হাজার উনিশ খীষ্টিয়- সৈয়দ মোঃ নাসরুল্লাহর ঐকান্তিক প্রচেষ্টায় মধ্যশিলা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আলহাজ্ব মোঃ হাফিজুর রহমান পাইকার প্রতিষ্ঠিত "পরিস্ফুটন" আয়োজিত "মেধাবী মুখ সংবর্ধনা-২০১৯" অনুষ্ঠানে স্কুল ও কলেজের বিভিন্ন স্তরের পাবলিক পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়। উক্ত অনুষ্ঠানটিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাফল্যমণ্ডিত করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সাবেক অধ্যাপক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান এবং বর্তমান দায়িত্ব প্রাপ্ত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সম্মানিত সদস্য, প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি।তিনি তার বক্তব্যে বলেন শিক্ষাই জাতীর মেরুদণ্ড তাই প্রত্যেক শিক্ষার্থীকে যুগোপযোগী জ্ঞান অর্জন করে মেধার পরিস্ফুটন ঘটাতে হবে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নীলফামারী মেডিকেল কলেজের অধ্যক্ষ, অধ্যাপক ডাঃ রবিউল ইসলাম শাহ্ গোলাপ।তিনি তার বক্তব্যে বলেন, এমন একটি শিক্ষামূলক অনুষ্ঠানে অংশ গ্রহণের জন্য নিজেকে গর্বিত মনে করে প্রতি বছর এমন অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস প্রদান করেন।
আরোও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পারফেটি ভ্যান মেলে বাংলাদেশ প্রাঃ লিঃ কোম্পানির বিক্রয় নিয়ন্ত্রক ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ আক্তারুল আলম শাহ্ মনা।তিনি তার বক্তব্যে মরহুম হাফিজুর রহমান ভাইয়ের এমন একটি মহৎ অনুষ্ঠানকে যুগোপযোগী মনে করে তার রুহের মাফেরাত কামনা করেন। তরুণ শিক্ষার্থীদের সু-পরিকল্পনাদাতা রাজশাহী, পবার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ড. মোঃ আবু বক্কর ছিদ্দিক তার বক্তব্যে বলেন মেধার মূল্যায়ন অবশ্যম্ভাবী। যার মেধা আছে সে দেশ জাতি জনগণের কাছে আজ হোক আর কাল হোক পরিস্ফুটিত হবেই । উক্ত অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগ ১০ নং হরিরামপুর ইউনিয়ন শাখার প্রবীণ রাজনীতিবিদ লাগাতার সভাপতি জনাব মোঃ শাহাবুদ্দিন শাহ্। অনুষ্ঠানে সকলেই মরহুম হাফিজুর রহমান পাইকাড়ের রুহের মাগফেরাত কামনা করেন।সেই সাথে সকল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও মঙ্গল কামনা করে বিভিন্ন নির্দেশনামূলক ও গঠনমূলক বক্তব্যের মধ্যে দিয়ে সভাপতি সাহেব উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply