জাপানে ফের বন্যা ভূমিধস, নিহত ১০
Published on Saturday, October 26, 2019 at 6:29 pm
এমসি ডেস্কঃ ভয়াবহ হাগিবিসের প্রভাবে মাত্র দুই সপ্তাহ আগেই জাপানে মারা গিয়েছিলো ৮৮ জন। এরপর নতুন করে বন্যা ও ভূমিধসে মারা গেছেন ১০ জন। নিখোঁজ আছেন ৩ জন। জাপানের সরকারি গণমাধ্যম এনএইচকে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চিবা ও ফুকুশিমা এলাকায় বন্যা ও ভূমিধ্বসে মারা গেছেন ৯ জন। এর মধ্যে চিবায় পানিতে নিমজ্জিত একটি গাড়ির ভেতর থেকে দু’জন প্রবীণের মৃতদেহ উদ্ধার করা হয় এবং ফুকুশিমার পূর্ব উপকূলে মারা গেছেন চল্লিশোর্ধ এক নারী।
নিম্নচাপের ধরুণ ভারি বৃষ্টিতে জাপানের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মাত্র ১২ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে প্রায় ২০০ মিলিমিটার, যা কিনা পুরো অক্টোবর মাসের গড় বৃষ্টিপাতের অর্ধেক।
এ অঞ্চলের বেশ কয়েকটি নদী প্লাবিত হওয়ায় রাস্তাঘাট এবং আবাসিক এলাকা পানিতে তলিয়ে গেছে। উদ্ধারকারীরা জানান, জলাবদ্ধতার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।
গত ১২ অক্টোবর জাপানের সবচেয়ে বড় দ্বীপ হোনসুরে আঘাত হানে গত ৫০ বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন হাগিবিস। এতে ৮৮ জনের প্রাণহানি এবং ৭ জন নিখোঁজ হওয়ার পাশাপাশি আহত হন ৩০০ জনেরও বেশি।
Leave a Reply