জাপানে টাইফুনে ৯ জন নিহত
Published on Sunday, October 13, 2019 at 12:50 pm
এমসি ডেস্কঃ জাপানে আঘাত হানা এক ভয়াবহ টাইফুনে অন্তত নয় জন মারা গেছে। নিখোঁজ রয়েছেন আরো অনেকে।
গত ৬০ বছরে জাপানের সবচেয়ে ভয়াবহ ঝড় মনে করা হচ্ছে এটিকে।
টাইফুন হাগিবিসি দক্ষিণ-পশ্চিম টোকিওর ইজু উপদ্বীপে স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছুক্ষণ আগে আঘাত হানে।
এখন জাপানের মূল দ্বীপের পূর্ব উপকূল ধরে এগিয়ে যাচ্ছে এটি। এই ঝড়ে বাতাসের গতি উঠেছে ঘন্টায় সর্বোচ্চ ২২৫ কিলোমিটার।
জাপানের সংবাদ সংস্থা এনএইচকে'র খবর অনুযায়ী ২ লাখ ৭০ হাজারের বেশি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
কিয়োদো নিউজ এজেন্সি বলছে বিভিন্ন এলাকা থেকে পাঁচজনের মৃতদেহ শনাক্ত করা গেছে।
কিয়োদো'র খবর অনুযায়ী ১১ জন এখনো নিখোঁজ রয়েছেন এবং অন্তত ৯০ জন আহত হয়েছেন।
Leave a Reply