ছাগল চুরির সন্দেহে মহিলাকে নির্যাতন
Published on Sunday, March 17, 2019 at 3:06 pm

এমসি ডেস্ক : আক্কেলপুর ছাগল চুরি সন্দেহে মহিলাকে নির্যাতন। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজারে ছাগল চুরি সন্দেহে এক মহিলাকে প্রকাশ্যে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে মারপিট ও নির্যাতনের পর তার মাথার চুল কেটে দিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। গতকাল রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নির্যাতিতার পরিবার ও স্থানীয়রা জানায়, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর নতুন বাজার এলাকার আব্বাস আলীর একটি ছাগল কয়েকদিন আগে চুরি হয়। সেই ছাগল চুরির সন্দেহে একই এলাকার মৃত রোস্তম আলীর স্ত্রী ফাতেমাকে প্রভাবশালী আব্বাস আলীর স্ত্রী তাজন, ২ ছেলে আজিজ ও সবুজ মিলে তার বাড়ি থেকে ধরে নিয়ে আসে। এরপর তারা প্রকাশ্যে ফাতেমাকে বেধে রেখে লাঠি দ্বারা মারপিট করে মাথা ফেটে ফেটে দেওয়া সহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে। প্রায় ২ ঘন্টাব্যাপী নির্যাতনের পর ফাতেমার মাথার চুল কাঁচি দিয়ে কেটে দেয় তারা। পরে ফাতেমাকে প্রভাশালীদের বাড়ির সামনে অজ্ঞান অবস্থায় ফেলে রাখলে স্থানীয়রা উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ কিরণ কুমার রায় জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং আসামীদের গ্রেফতারের জোর তৎপরতা চলছে।
Leave a Reply