চিলাহাটির সমাজসেবক করিম বসুনিয়ার দাফন সম্পন্ন
Published on Monday, November 11, 2019 at 2:38 pm
এমসি ডেস্কঃ এলাকায় বিভিন্ন স্কুল,কলেজ,মাদ্রাসা ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল করিম বসুনিয়ার দাফন সম্পন্ন হয়েছে। ডোমার উপজেলার চিলাহাটি বসুনিয়া পাড়ায় ১০ নভেম্বর রোববার বাদ জোহর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। ৯ নভেম্বর শনিবার বাদ আছর ১১২ বছর বয়সে বার্ধক্য জনিত কারনে মৃত্যু বরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ৩ কন্যা, নাতি, নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবারের পক্ষথেকে সকলের নিকট দোয়া কামনা করেছেন মরহুমের বড় ছেলে সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট আবু তাহের বসুনিয়া।
Leave a Reply