চিরিরবন্দরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু
Published on Wednesday, August 21, 2019 at 11:53 am
মোঃ ইয়াসিন আলী, চিরিরবন্দর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার তেলিপাড়া গ্রামের মোজাম্মেল এর পাঁকঘরে আগুন লাগে । এ ঘটনায় নাতি মুরাদ (২) এর মৃত্যু ঘটে। জানা যায়, গত ২০ আগষ্ট বেলা দুইটার দিকে আব্দুলপুর ইউনিয়ন এর তেলিপাড়া গ্রামের আলমগীর এর দ্বিতীয় পুত্র মোঃ মুরাদ নানার বাড়িতে পাঁকঘরে আগুন লাগে। এ সময় রান্নাঘরে চাপা পড়ে আগুনে পুড়ে যায় শিশু মুরাদ । এলাকার লোকজন আগুন নেভান এবং মা এসে শিশুর কথা জিজ্ঞাস করলে আগুনের ভিতর থেকে শিশুর পা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। কর্মরত ডা. মেজবাহুল জানান প্রায় ৯০ভাগ পুড়ে গেছে। পরবর্তীতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় । ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী। পরবর্তীতে পারিবারিক কবর স্থানে শিশু মুরাদকে দাফন করেন।
Leave a Reply