চাকুরী না থাকা সত্ত্বেও প্রভাব খাটিয়ে যাচ্ছেন রেলওয়ে শ্রমিকলীগের সভাপতি শীব প্রসাদ দাস
Published on Tuesday, October 1, 2019 at 7:01 pm
জাহিদ হোসেনঃ দিনাজপুর রেল ইয়েন অফিসের শীব প্রসাদ দাস রিটার হোলেও জোর করে সরকারী কোয়াটার দখল করে রাখেন এবং শ্রম নীতি ভঙ্গ করে জোর করে রেলওয়ের শ্রমিক লীগের সভাপতি হয়ে আছেন এবং রেলওয়ের জায়গা বিভিন্ন লোকের কাছে বিক্রয় করে। রেলের নাইট গার্ড বাবলু মারা যাওয়ার পরে তার বোনের কাছে ১লক্ষ টাকা নেয় তাহার পেনশনের টাকা তুলে দেবে বলে। এ পর্যন্ত— পেনশনের টাকা তুলে দেয় নাই। আই ডাবিউঅফিসের ইলিয়াস চাবি ম্যানের কাছে তার ছেলে মোঃ মাষ্টারকে চাকুরী দেওয়ার কথা বলে ২লক্ষ ৫০হাজার টাকা হাতিয়ে নেয়, এবং তাকে দিয়ে বাড়ীর খড়ি কাটার কাজ, বাজার করার কাজ করিয়ে নেয়। তাহাকে এভাবে আশ্বাস দিয়ে আসছে। দিনাজপুর রেলওয়ের গাছ, কাঠ, ও রেলওয়ের জমি মানুষকে লীজ নিয়ে দিবে বলে প্রতিশ্রুতি দিয়ে আজ সে কোটি কোটি টাকার মালিক। দিনাজপুর গুঞ্জাবাড়ীতে সে ২য়তলা বাড়ী উঠায় এবং রেলওয়ের শ্রমিকলীগ এর সভাপতির পদ দখল করে ষ্টেশন কাউন্টার থেকে ৫-১০টি করে টিকিট নিয়ে কালো বাজারি করে আসছে। সাধারন জনগন কাউন্টারে টিকিট আনতে গেলে তারা বলে টিকিট নাই আর এভাবেই চলছে দিনাজপুর রেলষ্টেশনের টিকিট কালো বাজারির সিন্ডিকেট। দিনাজপুর ফুলবাড়ী বাসষ্ট্রান্ড ১৮নং রেলগেইট সংলগ্ন শাপলা ক্লাবের কাছে ৩০হাজার টাকা নেয় এবং মৌখিক ভাবে ক্লাব ভাঙ্গার নির্দেশ দেয়। এদিকে বীর মুক্তিযোদ্ধা হালিমের লীজ কৃত রেলওয়ের জমি শিব প্রসাদ ষ্ট্যামের মাধ্যমে অন্যের কাছে বিক্রয় করার প্রক্রিয়া চলছে। এদিকে রিয়াজ উদ্দিন এর পুত্র বাবলুর কাছ থেকে রেলওয়ের জমি লীজ দিবে বলে তাহার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। দিনাজপুর রেলওয়ের জমি গুলো নিজের মনে করে বিভিন্ন ভাবে বিক্রয় সহ নানা রকম দুনীতি করে আসছে এই শিব প্রসাদ দাস। এ ব্যাপারে রেলমন্ত্রির হস্তক্ষেপ কামনা করছে দিনাজপুর জেলা বাসী।
Leave a Reply