চট্টগ্রামে বস্তিতে আগুন, পুড়লো দুই শতাধিক ঘর
Published on Monday, February 3, 2020 at 11:32 am
এমসি ডেস্কঃ চট্টগ্রাম নগরীর মাঝিরঘাট এলাকায় নাহার বিল্ডিয়ের পাশে মাদারবাড়ির এসআরবি বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে প্রায় দুই শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ সোমবার ভোর ৫টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের আঞ্চলিক কার্যালয়ে উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী জানান, স্থানীয়দের কাছে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ১৫টি গাড়ি নিয়ে উদ্ধারকর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি উল্লেখ করে তিনি আরো জানান, এ আগুনে বস্তির দুই শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
Leave a Reply