ঘোড়াঘাটে সিংড়া আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি গঠন
Published on Wednesday, November 6, 2019 at 7:36 pm
এস এম মোখলেছুর, ঘোড়াঘাট(দিনাজপুর)ঃ বাংলাদেশ আওয়ামীলীগ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের ওয়ার্ড শাখার কমিটি গঠন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে উপজেলার রাণীগঞ্জ দ্বিতীয় দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে সিংড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড কমিটি ও ২নং ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষ্যে সিংড়া ইউনিয়ন আওমীলীগের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডলের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওমীলীগ ঘোড়াঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহান শাহ্ধসঢ়;। সভার দ্বিতীয় অধিবেশনে সবার সম্মতি ক্রমে মোঃ আব্দুল জোব্বারকে সভাপতি ও মাহবুবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১নং ওয়ার্ড কমিটি গঠন করা হয় এবং মোঃ রুহুল আমিনকে সভাপতি ও আব্দুল হালিমকে সাধারণ সম্পাদক করে ২নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়।
ইতিপূর্বে সিংড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে অপর ৭টি ওয়ার্ডের পর্যায়ক্রমে কমিটি গঠন করা হয়। ৪নং ওয়ার্ড থেকে মজিবর রহমান সভাপতি, মোঃ রুহুল আমিন সাধারণ সম্পাদক, ৫নং ওয়ার্ড থেকে আজাদুল ইসলাম সভাপতি, সুবাস চন্দ্র সাধারণ সম্পাদক, ৬নং ওয়ার্ড থেকে গুরুদাস সভাপতি, আব্দুল মাতিনকে সাধারণ সম্পাদক করা হয়। পর্যায়ক্রমে ৭নং ওয়ার্ড, ৮নং ওয়ার্ড ও ৯নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়।
Leave a Reply