ঘোড়াঘাটে বিষ প্রয়োগে নার্সাারীর চারা ক্ষতি সাধন
Published on Thursday, November 28, 2019 at 12:01 pm
এস এম সওদাগর, ঘোড়াঘাট(দিনাজপুর)ঃ দিনাজপুরের ঘোড়াঘাটে পৌর সদরের কাদিমনগর গ্রামে অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা রাতের আধাঁরে ভাইবোন নার্সারীর সমস্ত চারা গাছে বিষ প্রয়োগ করে ক্ষতি সাধন করে। এ ব্যাপারে ওই নার্সারীর মালিক খাজা মিয়া বুধবার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয় পুর্ব শত্রুতার জের ধরে গত ২২তারিখে দিবাগত রাত্রীর কোন এক সময়ে নার্সারীর চারা গাছে বিষ ছিটানো হয়। এতে নার্সারীর ১৫ শত বরই গাছ, ৫ হাজার আম গাছ, ৪ হাজার জাম্বুরা গাছ, ২ হাজার টবের আম গাছ মারা যায়। অভিযোগে ক্ষতির পরিমান প্রায় ৩ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বলা হয়েছে ।
Leave a Reply