ঘোড়াঘাটে উপজাতী মহিলাকে বসতবাড়ী থেকে উচ্ছেদ
Published on Friday, August 23, 2019 at 12:03 pm
এস এম সওদাগর ঘোড়াঘাট প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে মজনু নামের এক ব্যাক্তি উপজাতী মহিলাকে মারপিট করে তার বসতবাড়ী থেকে উচ্ছেদ করেছে। মারপিটের শিকার ওই মহিলা ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার
বেলা ২টায় ঘোড়াঘাট পৌর সভার শহরগছির কাজীরবন এলাকায়। জানা গেছে, ঘোড়াঘাট পৌরসভার ৫নং ওয়ার্ডের কাজিরবন এলাকার মৃত সোনা পাহাড়ীর মেয়ে পারুল পাহাড়ী তার নিজস্ব ৬শতক জমিতে বাড়ী ঘর নির্মান করে বসবাস করে আসছে। এক পর্যায়ে একই এলাকার মজনু নামের এক ব্যাক্তি ওই জমি তার দাবী করে পারুল পাহাড়ীর বাড়ীতে আকষ্মিক ভাবে প্রবেশ করে তাকে মারপিট করে বাড়ী থেকে উচ্ছেদ করে দেয়।
উপজেলা আদিবাসী উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ইন্দুমার্ডি ঘোড়াঘাট হাসপাতালে গিয়ে নির্যাতিতা পারুলের সাথে দেখা করেছেন এবং ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ব্যাপারে ঘোড়াঘাট থানায় মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply