ঘোড়াঘাটের ইউ,এন,ওর ঘরে ঢুকে হত্যার চেষ্টায় ৪ জন গ্রেফতার,তদন্ত কমিটি গঠন
Published on Friday, September 4, 2020 at 9:05 pm
মোখলেছুর রহমান সওদাগর, ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমকে বুধবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে দুষ্কৃতিকারীরা সরকারী বাস ভবনের দ্বিতীয় তলার ভেন্টিলিটার দিয়ে তার শোয়ার ঘরে প্রবেশ করে হাতুরী দিয়ে মুখ ও মাথায় এলোপাথারী কুপিয়ে মারাত্বক আহত করার ঘটনায় আইনশৃংখলা রক্ষাকারী বাহীনি নৈশ প্রহরীর্ সহ ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার সাগরপুর গ্রামের আমজাদ আলীর ছেলে আসাদুল ইসলাম (৩২),উপজেলা যুব লীগের আহŸায়ক জাহাঙ্গীর আলম, মাসুদ ও ইউ,এন,ওর নৈশ প্রহরী পলাশ। এদিকে ঘটনার দ্বিতীয় দিনেও ইউ,এন,ওর সরকারী বাসভবনে র্যাব,পুলিশসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার লোকজনকে দেখা গেছে। এ ব্যাপারে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা হলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন,এডিএম আসিফ আহমেদ ও ডি,আই,জি প্রতিনিধি। মারাত্বক আহত অবস্থায় ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার
ওয়াহিদা খানম বর্তমানে ঢাকায় আগারগাওয়ে নিউরো সাইন্স হাসপাতালে চিৎিসাধীন রয়েছেন। মাথার অস্ত্রোপাচারের পর তার অবস্থা স্থিতিশীল রয়েছে ,আগামী ৭২ঘন্টা ডাক্তারদের নিবির পর্যবেক্ষনে রয়েছেন। শুক্রবার বাদ জুম্বা ঘোড়াঘাট থানা মসজিদসহ সকল মসজিদে ইউ,এন,ও ওয়াহিদা খানমের সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোখলেছুর রহমান সওদাগর,ঘোড়াঘাট,দিনাজপুর,৪.৯.২০২০ র্ পলাশকে একটি কক্ষের মধ্যে বেধে রাখা হয়েছিল। পরে ঘোড়াঘাট থানা পুলিশ ইউ,এন,ও এবং তার বাবাকে মুমর্ষ অবস্থায় শোয়ার ঘর থেকে উদ্ধার করে। ঘটনার পর পরই দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম, পুলিশ সুপার আনোয়ার হোসেন, দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক, উপজেলা চেয়ারম্যান আঃ রাফে খন্দকার শাহানসা সহ সি,আই,ডি, র্যাব, ডি জি এফ আই, পাশ^বর্তি উপজেলার নির্বাহী কর্মকর্তাগন বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ আইন-শৃংখলা রক্ষাকারী বাহীনির কর্মকর্তাগন ছুটে আসেন। এ ছাড়াও গন মাধ্যমের কর্মীরাও ইউ,এন,ওর সরকারী বাসভবনে ছুটে আসেন। এই ঘটনায় পর পুলিশ প্রশাসন দুষ্কৃতকারীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।
Leave a Reply