গ্যাসলাইন বিস্ফোরণে ভবনে ধস: ৭ জন নিহত, আহত ২৫
Published on Sunday, November 17, 2019 at 1:12 pm
এমসি ডেস্কঃ চট্টগ্রামের পাথরঘাটার ব্রিকফিল্ড সড়কে একটি ভবনে গ্যাসলাইন বিস্ফোরণ ও দেয়াল ধসে কমপক্ষে ৭ জন নিহত এবং আহত হয়েছেন আরও ২৫ জন। আজ রোববার সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতের বিষয়টি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
চিকিৎসকরা জানান, বিস্ফোরণের ঘটনায় প্রথমে পাঁচজনকে মৃত্যু ঘোষণা করা হয়। পরে আরও দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত ২৫ জনের অবস্থাও আশঙ্কাজনক।
এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ভবনটির নিচে থাকা গ্যাসলাইনে বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথিমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে ভবনের দেয়াল ধসে পড়েছে। ফলে হতাহতদের মধ্যে ভবনের বাসিন্দা ছাড়াও পথচারীরাও থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা জসিমউদ্দিন জানান, গ্যাসলাইন বিস্ফোরণে ভবনটির দেয়াল ধসে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিয়ট ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধার অভিযান চালাচ্ছে, দেয়ালের নিচে লোকজন চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধসে পড়া ভবনের দেয়ালের নিচে এখনো বেশ কয়েকজন পথচারী চাপা পড়ে আছেন।
Leave a Reply