খোঁজ মিলেছে চন্দ্রযান ল্যান্ডারের
Published on Sunday, September 8, 2019 at 8:54 pm
এমসি ডেস্কঃ ভারতের চাঁদে অভিযানের মহাকাশযান চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রমের অবস্থান সনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। ইসরোর চেয়ারম্যান কে শিভান রোববার এ তথ্য জানিয়েছেন।
শনিবার প্রথম প্রহরে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের কথা ছিল ল্যান্ডার বিক্রমের। তবে চন্দ্রপৃষ্ঠ থেকে মাত্র ২ দশমিক ১ কিলোমিটার দূরে থাকতে বিক্রমের সঙ্গে ইসরোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ইসরোর চেয়ারম্যান কে শিভান বলেছেন, ‘হ্যা, আমরা চন্দ্রপৃষ্ঠে ল্যান্ডারের অবস্থান চিহ্নিত করেছি। এটা নিশ্চিত যে এটা ছিল তীব্র গতির অবতরণ।’ ল্যান্ডারের কোনো ক্ষতি হয়েছে কিনা তা এ পর্যায়ে নিশ্চিত হওয়া যায় নি বলে জানন শিভান।
শিভান জানান, অরবিটার বিক্রমের ছবিও তুলেছে। অবশ্য এগুলো সব ‘থার্মাল ইমেজ।’
তিনি বলেন, ‘অরবিটার ল্যান্ডারের একটি থার্মাল ইমেজ নিয়েছে। তবে এখনো যোগাযোগ করা যায়নি। আমরা যোগাযোগের চেষ্টা করছি। শিগগিরই এর সঙ্গে যোগাযোগ করা যাবে।’
Leave a Reply