খুকি যখন বউ
Published on Monday, December 30, 2019 at 5:38 pm
- জালাল উদ্দীন রুমী
ছোট খুকি বউ সেজেছে
আলতা দিয়ে পায়
লাল চুড়িতে হাত রাঙিয়ে
বারে বারে চায়।
সবুজ ফিতায় অবুঝ শিশু
চুলের বেণী করে,
ফোগলা দাঁতে মুচকি হেসে
পড়ছে ঢলে ঢলে।
কপালে তার লালটিপ পরা
গহনা সোনা চাদি,
বউ সেজে সে উঠবে নায়ে
ফিরবে উপার নদী।
রাতের চাঁদে বলছে ডেকে
খুকি একটু হাসো,
তোমার কপাল চুমিয়ে দিব
আমার বুকে আসো।
Leave a Reply