কেন্দুয়ায় ভ্রাম্যমান আদালত ৪ লবণ ব্যবসায়ীকে ১লাখ ৬০হাজার টাকা অর্থদন্ড দিয়েছে
Published on Tuesday, November 19, 2019 at 7:26 pm
এমসি ডেস্কঃ নেত্রকোনার কেন্দুয়ায় গুজব ছড়িয়ে বেশি দামে লবণ বিক্রির দায়ে ৪ ব্যবসায়ীকে ১লাখ ৬০হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৯নভেম্বর) সকাল ১১টা হতে বিকাল ৫টা পর্যন্ত কেন্দুয়া পৌর বাজার এবং রামপুর ও বেখৈরহাটি বাজারে এ অভিযান চলে।
অভিযানে কেন্দুয়া পৌর বাজারের লবণ ব্যাবসাহী( ডিলার) বাচ্চু মিয়া’কে ৭০হাজার,রামপুর বাজারের মুজাহিদ স্টোরের মালিক’কে ২০হাজার,বেখৈরহাটি বাজারের ব্যবসায়ী শাহীন মিয়া’কে ৫০হাজার এবং একই বাজারের ব্যবসায়ী আরশাদ আলী’কে ২০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম।
আদালতকে সহায়তা করেন কেন্দুয়া থানার ওসি রাশেদুজ্জামান।
এ সময় তিনি বলেন,গুজবকারিদের খোঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
ভ্রাম্যমান আদালতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম বলেন, অভিযান এখনো চলছে। গুজবে কান না দেয়ার জন্য সকলকে আহবান ও জানান তিনি।
Leave a Reply