কুড়িগ্রামে ডােবা থেকে এক ব্যাক্তির গলিত মরদেহ উদ্ধার
Published on Friday, August 16, 2019 at 12:31 pm

এমসি ডেস্ক: কুড়িগ্রাম পৌরসভার কামারপাড়া এলাকায় নিজ বাড়ীর পাশের একটি ডােবা থেকে সুলতান আলী (৫০) নামের এক ব্যাক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১১টার দিকে ডােবা থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল প্রেরণ করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গত বুধবার বিকেল ৫টার দিকে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি সুলতান আলী। অনেক খোঁজাখুঁজির পরেও তার পরিবারের লােকজন তার কােন সন্ধান পাননি। এ অবস্থায় শুক্রবার সকাল ১০টার দিকে পার্শ্ববর্তী ডােবায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ মরদেহ উদ্ধার করলে পরিবারের লােকজন সুলতানের বলে সনাক্ত করে।
এব্যাপারে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার উৎপল রায় জানান, আমরা সুলতান নামের এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার মৃত্যুর কারন এখনও জানা যায়নি। ময়না তদন্তের রিপাের্ট পেলে কি কারনে মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যাবে।
Leave a Reply