কুমিল্লায় রাষ্ট্রীয় মর্যাদায় অধ্যাপক মোজাফফরকে দাফন
Published on Sunday, August 25, 2019 at 7:50 pm
এমসি ডেস্কঃ মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ও ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রোববার বাদ যোহর মরহুমের বাড়ির প্রাঙ্গনে চতুর্থ নামাজে জানাজা শেষে কুমিল্লার দেবীদ্বার উপজেলায় নিজ গ্রাম এলাহবাদে চিরনিন্দ্রায় শায়িত হন তিনি।
জানাজায় ইমামতি করেন এলাবাদ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা অলিউর রহমান চৌধুরী। জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রধান করা হয়।
জানাজার আগে বক্তব্য রাখেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকি, স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, আওয়ামী লীগ, ন্যাপসহ বিভিন্ন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
এর আগে সকাল ১০টায় কুমিল্লা টাউন হল মাঠে মরহুমের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহা উদ্দিন বাহার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্থানীয় জনতা অংশগ্রহণ করেন।
এর আগে শনিবার রাত পৌনে আটটায় অধ্যাপক মোজাফফরের মরদেহ নিজ গ্রাম কুমিল্লা দেবীদ্বারের এলাহবাদে আনা হয়।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শনিবার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তাকে রাষ্ট্রীয় সম্মান (গার্ড অব অনার) জানানো হয়। পরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মোজাফফরের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
শুক্রবার রাত পৌনে ৮টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৯৮ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ইউএনবি।
Leave a Reply