কিশোরগঞ্জে দুই মাদক কারবারীর কারাদন্ড
Published on Wednesday, October 2, 2019 at 12:27 pm
এমসি ডেস্কঃ কিশোরগঞ্জের ভ্রাম্যমান আদালত দুই মাদক কারবারীকে কারাদন্ড প্রদান করেছে। মঙ্গলবার বিকাল ৪টায় কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল শ্রীনগর এলাকার মৃত আঃ কুদ্দুছের পুত্র ফারুক মিয়া (৪০) ও কলাপাড়া এলাকার আবদুস সাত্তার এর পুত্র কাজল মিয়া (৩২) কে গাঁজা সেবন করার সময় তাদের নিজ নিজ বাড়ী থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় নিবার্হী ম্যাজিস্ট্রেট এইচ.এম খোদাদাদ হোসেন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালতে তাদের আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ.এম খোদাদাদ হোসেন ফারুক মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও কাজল মিয়াকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড অনদানে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
Leave a Reply