কাশ্মিরে ভূমিকম্প: কেঁপে উঠলো দিল্লি-ইসলামাবাদও
Published on Wednesday, September 25, 2019 at 11:26 am
এমসি ডেস্কঃ পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন আজাদ কাশ্মিরে শক্তিশালী এক ভূমিকম্প সংঘটিত হয়েছে। রিখটার স্কেলের এই ভূমিকম্পের মাত্র ছিলো ৫.৮। মঙ্গলবার বিকেলে হওয়া এই ভূমিকম্পে ভারত-পাকিস্তানের রাজধানী নয়া দিল্লি-ইসলামাবাদসহ আশেপাশের বড় বড় শহরগুলো কেঁপে উঠে। অনেক এলাকায় রাস্তাঘাটে ভূমিকম্পে বিরাট ফাটল দেখা দিয়েছে।
টাইমস অব ইন্ডিয়া ও দ্য ডন এই ভূমিকম্পের খবর বিস্তারিত জানিয়েছে। পত্রিকা দুটির খবর অনুযায়ী, ভূমিকম্পের ধাক্কায় পাকিস্তানের ইসলামাবাদ, পেশোয়ার, রাওয়ালপিন্ডি, লাহোরসহ দেশটির পুরো উত্তরাঞ্চল কেঁপে উঠে।
এদিকে ভারতের রাজধানী নয়া দিল্লিসহ উত্তর ভারতের বড় অংশজুড়ে এই ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়। ভূমিকম্পটি ৮-১০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী ছিল।
পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী ভূমিকম্পটির উৎপত্তি ছিলো আজাদ কাশ্মিরের নিউ মিরপুর এলাকায়, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর নাজিব আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ভূমিকম্পের তীব্রতায় দিল্লি থেকে ইসলামাবাদ সব শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ ঘরবাড়ি ও কর্মস্থল থেকে বের হয়ে রাস্তায় আশ্রয় নেয়। ভূমিকম্পে এখন পর্যন্ত বিপুলসংখ্যক মানুষ আহত হলেও কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
Leave a Reply