কাবুলে সামরিক হাসপাতালে হামলা, নিহত ৩০
Published on Wednesday, March 8, 2017 at 7:06 pm
চিকিৎসকের পোশাক পরে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সামরিক হাসপাতালে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশত।
কথিত ইসলামিক স্টেট-আইএস বুধবারের এই হামলার দায় স্বীকার করেছে।
কাবুলের মার্কিন দূতাবাস সংলগ্ন ওই হাসপাতাল ভবনে ঢুকেই হামলাকারীরা নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রোগী ও হাসপাতাল কর্মীদের এ হতাহতের ঘটনা ঘটে।
পরে হাসপাতালের ছাদ থেকে কমান্ডো হামলায় চার হামলাকারীর সবাই মারা গেছে বলে আফগান কর্তৃপক্ষ দাবি করেছে।
একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, চারশ' শয্যাবিশিষ্ট সরদার মোহাম্মদ দাউদ খান হাসপাতালের পেছনে একটি বিস্ফোরণ ঘটানোর মধ্য দিয়ে হামলা শুরু হয়। এরপর চার হামলাকারী স্বয়ংক্রিয় অস্ত্র এবং হ্যান্ড গ্রেনেড নিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করে।
তারা জানান, বন্দুকধারী ছিল চিকিৎসকের পোশাক পরা। তারা হাসপাতালের ওপরের তলাগুলোতে অবস্থান নেয়। সেখানে বিশেষ নিরাপত্তা বাহিনীর কয়েকটি ইউনিট পাঠানো হলে তাদের মধ্যে গোলাগুলি শুরু হয়।
Leave a Reply