কাবুলে বোমা বিস্ফোরণে নিহত -৭
Published on Wednesday, November 13, 2019 at 2:48 pm
এমসি ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ১৩নভেম্বর (বুধবার) সকালে এক গাড়িবোমা বিস্ফোরণে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন। সরকারি এক মুখপাত্রের বরাত দিয়ে খবরটি দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নাসরাত রাহিমি নামের ওই মুখপাত্র জানান, কাসাবা এলাকায় বিমানবন্দরের উত্তর দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বোমা হামলার ঘটনাটি ঘটে। নিহতদের সবাই বেসামরিক নাগরিক। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানান তিনি।
গত মঙ্গলবার তালেবানের হাতে বন্দী থাকা এক মার্কিন ও এক অস্ট্রেলীয় অধ্যাপকের বিনিময়ে দুই তালেবান কমান্ডার ও হাক্কানি গোষ্ঠীর এক নেতাকে মুক্তি দেয়ার পরদিনই এ হামলার ঘটনা ঘটলো। যদিও কিছু বিশ্লেষক আশা প্রকাশ করেছিলেন, বন্দী বিনিময়ে সহিংসতা কিছুটা কমে আসবে।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে সাম্প্রতিককালে কাবুলে বেশ কিছু হামলার দায় স্বীকার করেছিলো তালেবান এবং আইএস।
Leave a Reply