করোনা উপসর্গ নিয়ে বাসে মৃত্যু, লাশ রাস্তায় ফেলে গেল চালক!
Published on Tuesday, May 12, 2020 at 4:02 pm
এমসি ডেস্ক : করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে বাসেই মারা যাওয়া এক ব্যক্তিকে মঙ্গলবার ভোরে জয়পুরহাটের হিচমী নামক স্থানে রাস্তায় ফেলে গেছে বাসচালক। বাসটি ঢাকা থেকে হিলির উদ্দেশ্যে যাচ্ছিল। রাস্তায় কয়েকঘণ্টা পড়ে থাকার পর সকালে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় এবং স্বাস্থ্য বিভাগের কর্মীরা গিয়ে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেন।
দুপুরে মৃত ব্যক্তিকে প্রশাসনের সহয়তায় তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির নাম মিজানুর রহমান (৪০)। তিনি নওগাঁ জেলার ধামুরইরহাট উপজেলার জাহানপুর গ্রামের আতোয়ার হোসেনের ছেলে।
জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় জানান, মৃত ব্যক্তি ঢাকায় ছিলেন। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানা গেছে। অসুস্থতার খবরে নিহতের মা সোহাগী বেগম তাকে আনতে যান। গতকাল রাতে তার মা তাকে নিয়ে গ্রামের বাড়ি ফেরার সময় রাস্তায় বাসেই তার মৃত্যু হয়। এ সময় বাসের অন্য যাত্রী এবং ড্রাইভার করোনা সন্দেহে মাসহ মৃত ছেলেকে বাস থেকে নামিয়ে দেয়।
Leave a Reply