করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩৬১
Published on Monday, February 3, 2020 at 11:41 am
এমসি ডেস্কঃ চীনে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ‘করোনাভাইরাসে’ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬১। এ পর্যন্ত সংক্রমিত হয়েছে ১৭ হাজার ২০৫ জন। আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির ন্যাশনাল হেলথ কমিশন।
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৫৬ জনই চীনের হুবেই প্রদেশের বাসিন্দা। সেখানে এখন পর্যন্ত অন্তত ৩৫০ জন মারা গেছে।
দেশটিতে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ হাজার ৮২৯ জন। এর মধ্যে রোববার পর্যন্ত হুবেই প্রদেশের উহানে ১ হাজার ৩৩ জন আক্রান্ত হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, বেসরকারি হিসাবে করোনায় সংক্রমিতের সংখ্যা লাখ ছাড়িয়েছে কয়েকদিন আগেই। স্থানীয় হাসপাতাল ও নার্সরাও জানিয়েছেন, সরকারিভাবে আক্রান্তের যে সংখ্যা বলা হচ্ছে, আসল সংখ্যা আরো কয়েক গুণ বেশি।
এদিকে, চীন ছাড়া বিশ্বের প্রায় ২৪টি দেশে নতুন এ প্রাণঘাতি ভাইরাসে ১৭১ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ফিলিপাইনে গতকাল রোববার আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এটিই চীনের বাইরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার প্রথম ঘটনা।
রসহ্যময় এ ভাইরাসটি পুরো চীনে দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে দেশটি। ভাইরাসটি যাতে সারা বিশ্বে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য বিভিন্ন দেশ তাদের বিমানবন্দরে চীন ফেরত নাগরিকদের নানা পরীক্ষা-নিরীক্ষা করছে। এমনকি চীন ভ্রমণে গেছে এমন নাগরিকদের দেশে প্রবেশের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া।
Leave a Reply