কঙ্গোয় বিদ্রোহীদের হামলায় নিহত ২৩
Published on Tuesday, December 31, 2019 at 12:08 pm
এমসি ডেস্কঃ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে বিদ্রোহী যোদ্ধাদের হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ এবং স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাতভর হামলা চালিয়েছে বিদ্রোহীরা। পূর্বাঞ্চলীয় বেনি এলাকায় এডিএফ বিদ্রোহীরা ওই হামলা চালিয়েছে। কঙ্গো এবং প্রতিবেশী উগান্ডায় এডিএফ বিদ্রোহীরা সক্রিয় রয়েছে।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ রাতভর সেখানে হামলা চালানো হয়েছে। এছাড়া এখনও অনেকের হতাহতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
দোনাত কিবওয়ানা বলেন, স্থানীয় বাসিন্দারা তাদের জানিয়েছেন যে, বিদ্রোহীরা গ্রামে ঢুকে বাড়িতে বাড়িতে গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। এমনকি যেসব নারী ও শিশু তাদের সামনে পড়েছে তাদের ওপরও হামলা চালানো হয়েছে।
Leave a Reply