এসিডে ঝলসে যাওয়া তানজিনা মামলার আসামী গ্রেফতার
Published on Saturday, March 2, 2019 at 2:15 pm

এমসি ডেস্ক: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় এসিডে ঝলসে যাওয়া তানজিনা মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালবেলা রুহিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ বাবলু কুমার রায়ের নির্দেশে এস আই আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে সংঙ্গীয় ফোর্স সহ আখানগর ঝাড়গাঁও (দেবীডাংগা) গ্রামের মো: ফরহাদ (৩১) কে গুঞ্জরা হাট এলাকা থেকে। গ্রেফতার করে ।।উল্লেখ গত ২৫ ফেব্রুয়ারী এসিডে ঝলসে যাওয়া তানজিনা বাবা মোস্তফা কামাল বাদি হয়ে মামলা করেন। পরে সেই আমলে নিয়ে আসামী গ্রেফতার করতে সক্ষম হয় রুহিয়া থানার পুলিশ।।
এই বিষয়ে এস আই আবু বক্কর জানান, আসামী ফরহাদ সহ আরো ৪ জনের নাম উল্লেখ করে গত ২৫ ফেব্রুয়ারী একটি মামলা হয়। মামলা নং- ০৭
Leave a Reply