উৎসব তো ধর্মেরই প্রতিফলন! তাহলে ধর্ম যার-যার, উৎসব সবার হয় কিভাবে?
Published on Tuesday, October 8, 2019 at 6:36 pm
এমসি ডেস্কঃ উৎসব তো ধর্মেরই প্রতিফলন। তাহলে ধর্ম যার যার, উৎসব সবার হয় কিভাবে?
হিন্দুদের উৎসব তো মূর্তিপূজা । তাহলে উৎসব যদি সবার হয়, তাহলে কি মুসলমানেরা গিয়ে মূর্তি পূজা করবে?
হিন্দুরা কি এসে ঈদের ওয়াজিব নামাজ পড়বে?
যতসব উদ্ভট , হাস্যকর প্রচারনা!
আপাত দৃষ্টিতে এ কথার মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে বলে মনে হলেও, আসলে সাম্প্রদায়িক সম্প্রিতি , এ প্রচারনার উদ্দেশ্য নয়।
এখানে শুভঙ্করের ফাঁকি রয়েছে।
মুসলিম যুবসমাজকে কুরআন, হাদিছ তথা ইসলাম থেকে দূরে সরিয়ে রাখাই এই প্রচারনার মূল উদ্দেশ্য ।
বিয়ে যার যার, বউ সবার - এ কথা যেমন অসম্ভব; তেমনি ধর্ম যার যার, উৎসব সবার - এ কথাও তেমনি অসম্ভব, হাস্যকর।
ধর্ম যার, উৎসব তার।
সবাই তার নিজ নিজ ধর্মের বিশুদ্ধতা বজায় রাখুক।
সবাই নিজ নিজ ধর্ম বিশুদ্ধভাবে আনন্দের সাথে পালন করুক। আল কুরআনে আল্লাহ বলেছেন, ধর্মের ব্যাপারে জোর জবরদস্তি নেই, কারন সত্য এখানে মিথ্যা থেকে আলাদা হয়ে গেছে (সুরা বাকারা)। ধর্ম যার যার, উৎসব সবার- এই কথাটির মাধ্যমে ধর্মসমুহের মধ্যে ভেজাল ঢুকানোর চেষ্টা চলছে।
বরং বলতে হবে, ধর্ম যার ধর্মীয় উৎসব তার, রাষ্ট্রীয় উৎসব সবার। তা এই ফটো থেকেই প্রমাণিত হচ্ছে।
Leave a Reply