ইসলামিক ফাউন্ডেশনের ডিজি শামীম মোহাম্মদ আফজালের মৃত্যুতে এমপি গোপালের শোক
Published on Friday, June 26, 2020 at 8:20 pm
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক (ডিজি) শামীম মোহাম্মদ আফজালের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। কামরানের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, শামীম মোহাম্মদ আফজাল দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। এ জন্য তিনি বিদেশে চিকিৎসাও নিয়েছিলেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে শামীম মোহাম্মদ আফজালের বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন।
Leave a Reply