আলহাজ্ব মোঃ মোতালেব আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার পরিচালক নির্বাচিত
Published on Tuesday, April 25, 2017 at 4:29 pm
নিজস্ব প্রতিনিধি - দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার আলহাজ্ব মোঃ মোতালেব হোসেন। ফুলবাড়ির একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। ছাত্র জীবন থেকেই বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। সম্প্রীতি তিনি আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার পরিচালনা কমিটির পরিচালক নির্বাচিত হয়েছেন। গত সপ্তাহে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার এক চিঠিতে তাঁর এই পদবী লাভের কথা জানানো হয়।
পূর্বে তিনি উক্ত সংস্থাটির রংপুর বিভাগের সভাপতি ছিলেন। জনাব মোতালেব হোসেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ছাড়াও বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছেন। তিনি দিনাজপুরের ফুলবাড়ি থেকে প্রকাশিত অনলাইন সংবাদপত্র মাইনিং সিটির নির্বাহী সম্পাদক, বাংলাদেশের সামাজিক আন্দোলন 'নিরাপদ সড়ক চাই' এর সহ-সভাপতি ও ফুলবাড়ি অনলাইনও প্রেস ক্লাবের সহ-সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন।
উপরোক্ত সংস্থা গুলোর পক্ষ থেকে তাঁর দীর্ঘায়ু কামনা করা হচ্ছে।
Leave a Reply