আর্জেন্টিনা-জার্মানি ম্যাচে প্ল্যাকার্ড হাতে আবরার হ’ত্যার বিচার চাইলেন সমর্থকরা
Published on Saturday, October 12, 2019 at 12:11 pm
এমসি ডেস্কঃ বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের হ’ত্যাকা’ণ্ডের বিচার চাইলেন জার্মানি প্রবাসী বাংলাদেশের কয়েজন ফুটবল সমর্থক।গত ৬ অক্টোবর রবিবার দিবাগত রাতে বুয়েটের শেরে বাংলা হলে পি’টিয়ে হ’ত্যা করা হয় আবরার ফাহাদ নামের এক মেধাবী শিক্ষার্থীকে। সেই থেকেই সারা দেশে চলছে এই ঘটনার বিচারের দাবিতে নানা ধরনের কর্মসূচি।
এবার সেই তালিকায় যোগ হলো জার্মান প্রবাসী কয়েকজন বাংলাদেশীও। বাংলাদেশ সময় বুধবার মধ্যরাতে অনুষ্ঠিত হওয়া জার্মানি-আর্জেন্টিনার মধ্যকার ম্যাচে কয়েকজন সমর্থক প্ল্যাকার্ড হাতে আবরার হ’ত্যার ন্যায় বিচারের দাবি জানান।
আবরার হত্যার বিচার চাইলেন জার্মান প্রবাসী এই বাংলাদেশী। প্ল্যাকার্ডে লেখা ছিলো, “আবরার হ’ত্যার বিচার চাই। আবরারের লা’শের উপর দিয়ে ফেনী নদীর পানি ভারতে যাবে না।”
Leave a Reply