আপিলে মনোনয়ন ফিরে পেলেন যারা
Published on Thursday, December 6, 2018 at 6:59 am
এমসি ডেস্ক: শুনানির প্রথম দিনে বেশ কয়েকজন প্রার্থিতা ফিরে পেয়েছেন। তাদের বেশিরভাগই ধানের শীষের প্রার্থী। স্বতন্ত্র কয়েকজন প্রার্থীও প্রার্থিতা ফিরে পেয়েছেন।
গোলাম মাওলা রনি: নির্বাচন কমিশনে আপিল করে পটুয়াখালী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মাওলা রনি তার প্রার্থিতা ফিরে পেয়েছেন।
হলফনামায় স্বাক্ষর না থাকায় যাচাই-বাছাইতে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন জেলা রিটার্নিং অফিসার।
মোর্শেদ মিল্টন: প্রার্থিতা ফিরে পেয়েছেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের বিএনপির প্রার্থী মোর্শেদ মিল্টন।
এই আসনে বিএনপির মূল প্রার্থী ছিলেন দলটির চেয়ারপার্সন খালেদা জিয়া। আর মোর্শেদ ছিলেন বিকল্পপ্রার্থী। উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করার পরও তা গৃহীত না হওয়ায় প্রার্থিতা অবৈধ হয়েছিল তার।
তমিজ উদ্দিন: ঢাকা-২০ আসনে বিএনপির প্রার্থী তমিজ উদ্দিনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছে ইসি।
মেজর (অব.) আক্তারুজ্জামান: কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আক্তারুজ্জামান তার প্রার্থিতা ফিরে পেয়েছেন।
শফিকুল হক মনা (বিএনপি) খুলনা-৬
ফরিদুল কবির তালুকদার (বিএনপি) জামালপুর-৪;
সুমন সালামত পটুয়াখালী-১;
মিজানুর রহমান ঠাকুরগাঁও-১;
আবদুল মুহিত বগুড়া-৩
শাহজাহান পটুয়াখালী-৩;
কাইয়ুম চৌধুরী (বিএনপি) সিলেট-৩;
মাহবুব আলম (স্বতন্ত্র) গাজীপুর-২;
নজরুল ইসলাম নেত্রকোনা-১;
অমর কুমার দে রাঙামাটি;
জহিরুল ইসলাম মিন্টু মাদারীপুর-১
শামসুল হুদা চাঁপাইনবাবগঞ্জ-১;
তৈয়ব আলী চাঁপাইনবাবগঞ্জ-২;
মিজানুর রহমান ফেনী-১;
আশরাফুল আলম বগুড়া-৪
জাকির হোসেন হবিগঞ্জ-২
ফজলুর রহমান জয়পুরহাট
আয়নাল হক সিরাজঞ্জ-৩
খলিলুর রহমান ঠাকুরগাঁও-৩
জুবায়ের আহমেদ হবিগঞ্জ
জয়নাল আবেদীন গাজীপুর-২
আশরাফুল হোসেন আলম বগুড়া-৪;
আবদুল খালেক মাদারীপুর-৩;
আফসার আলী সাতক্ষীরা-২;
মোহাম্মদ শাহজাহান পটুয়াখালী-৩;
আবদুল মজিদ ঝিনাইদহ-২ প্রমুখ
সারা দেশে যাচাই-বাছাই শেষে আগ্রহী ৭৮৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করলেও আপিল করেছেন ৫৪৩ প্রার্থী। ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেননি ২৪৩ প্রার্থী।
Leave a Reply