আদিতমারী উপজেলা চেয়ারম্যান বরখাস্ত
Published on Tuesday, December 1, 2020 at 9:38 pm

আদিতমারী উপজেলা পরিদের সাময়িক বরখাস্ত চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস
মো: মাহবুবার রহমান : অসদাচরণের অভিযোগে লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
একই সঙ্গে উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ কে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে।
লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর সাংবাদিকদের জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব নুমেরী জামান স্বাক্ষরিত এক চিঠিতে সোমবার এই কথা জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, ফারুক ইমরুল কায়েস চেয়ারম্যান নির্বাচিত হওয়া পর থেকে পরিষদের বিভিন্ন দপ্তরে আর্থিক বিষয়ে অনৈতিক দাবি প্রতিষ্ঠিত করার চেষ্টা করে আসছেন। এছাড়া পল্লী উন্নয়ন কর্মকর্তা নুরেলা আকতারের সঙ্গে অশোভন আচরন করেছেন।
“এই সমস্ত কারণে তার এই পদে বহাল থেকে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনা রাষ্ট্র বা পরিষদের স্বার্থের পরিপন্থি।
এই কারণে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ হতে মো. ফারুক ইমরুল কায়েসকে সাময়িক বরখাস্ত করা হলো।”
জেলা প্রশাসন থেকে জানা যায়, গত ১৩ নভেম্বর প্রশাসনের ১৭ জন কর্মকর্তা হুমকি, অসদাচরণসহ নানা অভিযোগে ফারুক ইমরুল কায়েসের বিরুদ্ধে লালমনিরহাট জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ দেন।
অভিযোগে গত ১২ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা চলাকালে ইমরুল কায়েসের বিরুদ্ধে ইউএনওসহ কয়েকজন কর্মকর্তার সঙ্গে অসদাচরণের কথা উল্লেখ করা হয়।
Leave a Reply