আটোয়ারী মহিলা ডিগ্রী কলেজে ৩দিন ব্যাপি ক্রীড়ানুষ্ঠান ও বনভোজন
Published on Monday, February 17, 2020 at 6:01 pm
আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি ঃপঞ্চগড়ের আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের ৩ দিনব্যাপি বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী এবং বনভোজন সোমবার (১৭ ফেব্রয়ারি) আনন্দ উল্লাসের মধ্যদিয়ে শান্তিপুর্ণভাবে সম্পন্ন হয়েছে। মুজিব শতবার্ষিকী উপলক্ষে এ বনার্ঢ্য আয়োজন করেন কলেজ কর্তৃপক্ষ। সুত্র জানায়, গত ১৫ ফেব্রয়ারি আনুষ্ঠানিকভাবে কর্মসুচির উদ্বোধনের পর দিনব্যাপি ক্রীড়ানুষ্ঠান, ১৬ ফেব্রয়ারি দিনব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ১৭ ফেব্রয়ারি কলেজের উম্মুক্ত মঞ্চে বিভিন্ন প্রকার সংগীত, নৃত্য ও অভিনয় করে আনন্দ উল্লাসে মেতে উঠে শিক্ষার্থীরা। সোমবার (১৭ ফেব্রয়ারি) ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়। উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমুলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের সভাপতি এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম। সমাপনি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মজিবর রহমান, জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান মাজেদুর রহমান বকুল প্রমুখ। আলোচনা অনুষ্ঠানে ¯^াগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভপতি ও অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান। আলোচনা শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের মঝে পুরস্কার বিতরণ করেন। পরে বনভোজনের মাধ্যমে ৩ দিনব্যাপি কর্মসুচির সমাপ্তি হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, গভর্নিং বোডির সদস্যবৃন্দ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply