আজ বিশ্ব হাসি দিবস
Published on Friday, October 4, 2019 at 12:51 pm
এমসি ডেস্কঃ ‘একটি মাধবীলতা আপন ছায়াতে/দু'টি অধরে রাঙা কিশলয় পাতে/হাসিটি রেখেছে ঢেকে কুঁড়ির মতন!’
১৯৬৩ খ্রিষ্টাব্দে শিল্পী হারভে রোজ বল হলুদ রঙের বৃত্তের মধ্যে দুটো চোখ আর একটি অর্ধচন্দ্রাকৃতির মুখের ছবি আঁকেন, যা 'স্মাইলি' হিসেবে পরিচিতি পেয়েছে। স্মাইলির বাণিজ্যিক ব্যবহারে ব্যাপক পরিচিতি পান যুক্তরাষ্ট্রের শিল্পী হারভে। তার চেষ্টায় ১৯৯৯ খ্রিষ্টাব্দ থেকে অক্টোবর মাসের প্রথম শুক্রবারটি বিশ্ব হাসি দিবস হিসেবে পালিত হচ্ছে।
অবশ্য বিশ্বব্যাপী হাস্যযোগ আন্দোলনের প্রতিষ্ঠাতা ড. মদন কাটারিয়ার ১৯৯৮ খ্রিষ্টাব্দে ভারতের মুম্বাইতে 'হাসি দিবস' পালন করেন। হাসির মাধ্যমে ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব ছড়িয়ে দেওয়ার ব্রত নিয়েই তিনি এ দিবস পালনের ঘোষণা দেন। অবশ্য পরবর্তী সময়ে তিনিও অক্টোবরের প্রথম সপ্তাহে 'হাসি দিবস' পালনে একাত্ম হন।
Leave a Reply