আজই ভাগ হয়ে হচ্ছে জম্মু-কাশ্মির
Published on Thursday, October 31, 2019 at 6:51 pm
এমসি ডেস্কঃ রাজ্যের মর্যাদা হারিয়ে আজ থেকেই দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হতে যাচ্ছে জম্মু-কাশ্মির ও লাদাখ। সংবিধান থেকে বিশেষ মর্যাদা বাতিলের ঘোষণার পর মোদি সরকার এ অঞ্চলে পৃথক রাজ্যের সিদ্ধান্ত নেয়। পরে তা অনুমোদন করেছে সংসদ। এতে সম্মতি জানিয়ে সই করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
আজ গিরিশচন্দ্র মুর্মু শ্রীনগরে এবং আর কে মাথুর লাদাখে ডেপুটি গভর্নর হিসেবে শপথ নিতে চলেছেন। কেন্দ্রের হাতে থাকবে পুলিশ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থা। জমির বিষয়টি থাকবে কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচিত সরকারের হাতে।
জম্ম-কাশ্মির উপত্যকা বিভক্ত হওয়ায় এখন ভারতের রাজ্যের সংখ্যা বেড়ে হলো ২৮। এর মধ্যে কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে ৯টি।
গত ৫ আগস্ট ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর থেকেই জম্মু- কাশ্মিরে উত্তেজনা বিরাজ করছে। গ্রেপ্তার হয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতিসহ কয়েক'শ রাজনৈতিক নেতা। ল্যান্ডলাইন ও পোস্টপেইড পরিষেবা চালু করা হলেও উপত্যকায় নেই ইন্টারনেট।
Leave a Reply