আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে ফুলবাড়ীতে শিক্ষকদের সমাবেশ অনুষ্ঠিত হবে
Published on Thursday, October 3, 2019 at 7:09 pm
তাজুল ইসলাম ঃ আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। এই দিবসটিকে ঘিরে ফুলবাড়ীতে এই প্রথম মানবিক উন্নয়ন ফাউন্ডেশন নামক একটি সেচ্ছাসেবী সংগঠন গত ১ অক্টোবর বিকেলে দিনাজপুরের ফুলবাড়ীর তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতি প্রকৌশলী কবি রেজা হক তিনি তার লিখিত বক্তব্যে বলেন, ঐদিনের প্রোগ্রামটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে রয়েছে -মরহুম ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান। বিভিন্ন ক্ষেত্রে যে সব শিক্ষক পুরুসকৃত হয়েছেন তাদেরকেও সম্মাননা প্রদান করা হবে।এছাড়াও সেরা শিক্ষা প্রতিষ্ঠানকেও পুরস্কৃত করা হবে।অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে রয়েছে শিক্ষক সন্ধা। এছাড়াও থাকছে জনপ্রিয় শিল্পী পান্না, রাব্বি ও আশরাফ ভান্ডারীর সমন্বয়ে মনোঙ্গো সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত মহতি অনুষ্ঠানে সকল স্তরের শুধিজনকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক কবি রেজা হক।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর ও তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোতাহার হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উদ্ভাস এনজিও'র নির্বাহী পরিচালক সৈয়দ মেহেদী হাসান রুবেল, তেঁতুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সদস্য মোস্তাফিজুর রহমান, এসএমসি সহ-সভাপতি সামসুল হক, সাবেক মহিলা কাউন্সিলর এসএমসি সদস্য বাবলী আরা প্রমুখ।
Leave a Reply