অঘ্রায়ণে
Published on Sunday, November 29, 2020 at 9:51 pm
-জালাল উদ্দীন রুমী
অঘ্রায়ণে সকাল সাঁঝে
কুয়াশায় ঢাঁকে গাঁ,
ঘাসের ডগায় শিশির নাচে
ধোয়ায় খালি পা।
হীম বাতাসে বরফ গলে
শরীর কাঁপছে শীতে,
শীতল শরীর উষ্ণ করতে
মাতি বাউলা গীতে।
ঊষা নিজেই কুয়াশার চাদরে
ঢাঁকের রাঙা মুখ,
গাঁয়ের পথে কে যায় আসে
যায়না চেনা লোক।
রাস্তার বাঁকে ভাপাপিঠের
দোকান সারিসারি,
পথিক সবে রোজ খেয়ে যায়
দাঁড়িয়ে দামী গাড়ী।
হাতপা টাটায় রোজ সকালে
কাজের লোকে বলে,
গা শ্যাঁকে তাই রাস্তার মোড়ে
লাকড়ি টায়ার জ্বেলে।
বাংলার বুকে শীতের দাপট
অঘ্রায়ণে দেয় দেখা,
প্রকৃতির এক নির্মম হানা
সদ্য ছবি আঁকা।।
------------------------------
|
|
Leave a Reply